কুমারখালী প্রতিনিধি ॥ ক্মুারখালী উপজেলার সরকারি দপ্তর সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয়, কুমারখালী থানা, জাইকার অর্থায়নে পরিচালিত ইচ্ছে সমবায় সমিতির (স্যানিটারী ন্যাপকিন তৈরী) উদ্ভাবনী প্রকল্প, কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক থানা পুলিশের সালাম গ্রহণ সহ পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, কুমারখালীর সরকারি দপ্তরের সেবা প্রদান কার্যক্রম সহ উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করা সহ সেবাদানে আন্তরিক ও স্বচ্ছতা নিশ্চিত করার আহবান জানান। এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোহসিন উপস্থিত ছিলেন।
Leave a Reply