ঝিনাইদহ প্রতিনিধি ॥ তীব্র শীত আর হিমেল হাওয়া কাহিল হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। তাপমাত্রা কম হওয়ার পাশাপাশি হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভুত হচ্ছে। শীতের তীব্রতার সাথে সাথে ঝিনাইদহের বেড়েছে শিশুদের রোগের প্রকোপ। শিশুদের দেখা দিয়েছে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত রোগ। শনিবার বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ছিলো ১১০ জন রোগি। শুক্রবার ছিলো ৯৫ জন রোগি। সদর হাসপাতালের শয্যা সংখ্যার থেকে ৬ গুণ বেশি রোগি থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। হরিণাকুন্ডু থেকে আসা এক শিশুর নুর হাসান বলেন, আমরা ৯ দিন আগে হাসপাতালে এসেছি। আমার মেয়ের নিউমোনিয়া হয়েছে। ৯ দিন ধরে ভর্তি
রয়েছি কিন্তু কোন উন্নতি হচ্ছে না। কালীগঞ্জ থেকে আসা আপন নামের এক শিশুর অভিভাবক শহিদুল ইসলাম বলেন, আমার ছেলে ৮ দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এই কয়দিন ধরে ভর্তি করে রেখেছি। এখন একটু ভালো। আমাদের আরও কয়েকদিন থাকতে হবে। সদর উপজেলার পৈলানপুর গ্রাম থেকে আসা জিসান নামের এক শিশুর পিতা রুবেল হোসেন বলেন, ৬ দিন আগে আমার ছেলে হঠাৎ করে ঠান্ডা লাগে। তারপর জ¦র আসে। বাড়ির পাশের ডাক্তার দেখানোর পরও ঠিক না হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করেছি। এখনও জ¦র সারেনি। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক সৈয়দ রেজাউল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে হাসপাতালে ৯০ থেকে ১০০ জন শিশু রোগি ভর্তি থাকছে। বেশির ভাগ শিশুই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। আমাদের শয্যা ও চিকিৎসক সংকটের মাঝেও সাধ্যমত সেবা দিচ্ছে যাচ্ছি। এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম বলেন, এখন শিশুরা ডায়রিয়ার আক্রান্ত বেশি হচ্ছে। রোটা ভাইরাসের কারণে এই রোগের সংখ্যা শীতকালে বেশি হয়। রোটা ভাইরাস থেকে দূরে থাকতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। ডায়রিয়ায় আক্রান্ত হলে স্যালাইন খাওয়াতে হবে সঠিক নিয়মে।
Leave a Reply