কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ভারপ্রাপ্ত ইউএনও ও ভাইস চেয়ারম্যানের সাথে প্রেসক্লাবের নব গঠিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার রবিবার বিকালে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুনের সাথে প্রেসক্লাবের নব গঠিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, জমির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার, সাবেক নিবর্বাহী সদস্য হাজী আছাদুর রহমান বাবু, সাধারণ সদস্য আশরাফুল আলম হীরা প্রমুখ।
Leave a Reply