কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীর অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য কুষ্টিয়া জেলা পরিষদের সাড়ে ১২’শ শীতবস্ত্র স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে আবুল হাসান হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মুন্সি মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো.সদর উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান, পৌর সভার মেয়র মো. সামসুজ্জামান অরুণ, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, জেলা পরিষদের সদস্য মো.সেলিম হক। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে পৌর সভার মেয়র, কাউন্সিলর সহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের কাছে শীতবস্ত্র হস্তান্তর করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. সদর উদ্দিন খান বলেন, প্রকৃত অসহায় ও দুস্থ এবং শীতার্তদের জন্য সরকারি এই শীতবস্ত্র জনপ্রতিনিধিদের মাধ্যমে দেওয়া হচ্ছে। বিতরণকালে কোন প্রকার অনিয়ম যেন না হয়, এ ব্যাপারে আন্তরিক হতে হবে সবাইকে।
Leave a Reply