অবশেষে বালিভারাট হচ্ছে
কুমারখালী প্রতিনিধি ॥ জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন যাবৎ জলাশয়ে পরিণত হওয়া কুমারখালী উপজেলা পরিষদের সেই খেলার মাঠটি অবশেষে বালি ভরাট হচ্ছে। সোমবার সকাল থেকে মাঠটিতে বালি ভরাট কাজ শুরু করা হয়েছে। জলাবদ্ধতার কারণে এই মাঠে খেলাধুলার আয়োজন সহ জাতীয় দিবস অনুষ্ঠান আয়োজনে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ বিষয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। সোমবার সকালে বালিভরাট কাজ পরিদর্শনে যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান সহ উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদের অর্থায়নে মাঠের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। আগামী দশ দিনের মধ্যে মাঠের ভরাট কাজ সম্পন্ন হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা পরিষদের মাঠ ভরাটের কাজ শুরু হলো। আশাকরছি এবার নিয়মিত খেলাধুলা সহ সকল প্রকার অনুষ্ঠানাদির আয়োজন করা সম্ভব হবে। উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, কিছুটা দেরীতে হলেও মাঠের ভরাট কাজ শুরু হয়েছে। এবার খেলাধুলায় মনযোগী হওয়ার মধ্যদিয়ে স্থানীয় যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ হবে। অন্যদিকে, স্থানীয় যুবকেরা মাঠ ভরাটের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাঠটি ভরাট করে ক্রীড়াচর্চার উপযোগী করে তোলার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখে তারা খুবই আনন্দিত। দুর্গাপুর গ্রামের বাসিন্দা আবু তালেব বলেন, জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন এখানে ঈদের নামাজ আদায় করা সম্ভব হতো না, ভরাট কাজ শুরু হওয়ায় খুবই ভালো লাগছে।আশাকরি আগামী ঈদের গ্রামবাসীরা এই মাঠেই নামাজ আদায় করতে পারবো।
Leave a Reply