কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে সহস্রাধিক অসহায় পরিবার ও দুস্থ ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুমারখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিলন ও তার পরিবারের উদ্যোগে দিনব্যাপী তেবাড়িয়া ও আগ্রাকুন্ডা গ্রাম সহ বিভিন্ন এলাকার সহস্রাধিক অসহায় পরিবার ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল, হুডি ও টাউজার বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কাউন্সিলর মিজানুর রহমান মিলনের বয়োবৃদ্ধা মা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ আব্দুল কাইয়ুম, শেখ আবু বক্কর, শেখ শামসুল সহ পরিবারের সদস্যরা। এ বিষয়ে পৌর কাউন্সিলর শেখ মিজানুর রহমান মিলন জানান, দিনে দিনে শীতের প্রকোপ বৃদ্ধিতে অসহায় পরিবার ও দুস্থ মানুষের কষ্টও বাড়ছে। এজন্য গড়াই নদের তীরবর্তী এলাকা সহ বিভিন্ন এলাকার সহস্রাধিক অসহায় পরিবার ও দুস্থ মানুষের মাঝে আমার নিজের ও পরিবারের উদ্যোগে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। মানুষের প্রয়োজনে আরও শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply