কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ উদ্ধার করেন এ ব্যাপারে মির পুর থানায় জিডি হয়েছে।সূত্রে জানান গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলমের নির্দ্দেশে এবং এস আই মুরাদুল ইসলামের নেতৃত্বে (২৬-১২-২০২২) সোমবার গভীর রাতে উপজেলার নওপাড়া বাজারের মীর লাভলুর মটর সাইকেল গ্যারেজের পিছনে কলা বাগানের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় পুলিশ অন সুটার গান ২ নলা ও অন সুটারগান ১ নলাসহ ৩ রাউন্ড এল জি ডি’র গুলি উদ্ধার করেন। এ ব্যাপারে মিরপুর থানায় ২৭-১-২০২২ মঙ্গলবার ডিজি হয়েছে
Leave a Reply