কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়, বে-সরকারী,ব্য্যাক ও কেজি স্কুলের শিক্ষক মহোদয়ের কাছে ২০২৩ সালের পুস্তুক প্রদান করেন মিরপুর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা। (২৮-১২-২০২২) বুধবার দিনব্যাপী বই বিতরণ কালে শিক্ষক মহোদয়দের সার্বিক সহযোগীতা প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার খন্দকার শেফা-ই-নুর আরেফিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মাসুদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএম আবুল ফজল, ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আলিফ আহম্মেদ। ১৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রস্তুক প্রয়োজন ২৮০০০/= এবং বেসরকারী স্কুলের ১১০০০/= সহ মোট ৩৯০০০/= হাজার প্রস্তুক প্রয়োজন ছিল। সে স্থলে প্রায় ৭০% প্রস্তুক প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা। আগামী ২০২৩ সালের জানুয়ারী মাসের প্রথম তারিখে এই বই শিক্ষার্থীদের হাতে তুলে দিবেন স্ব-স্ব শিক্ষক মহোদয়বৃন্দ। তবে জানুয়ারী-২০২৩ সালের মধ্যে অবশিষ্ট ৩০% বই শিক্ষাথীদের হাতে প্রদান করা হবে বলে মন্তব্য করেন শিক্ষা অফিসার মাসুদ রানা।
Leave a Reply