কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামের স্কুলপাড়ায় এদুর্ঘটনা ঘটে। এতে তিন সহোদর ও আরেক চাচাতো ভাইয়ের সহায় – সম্বল পুড়ে ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এদুর্ঘটনা নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালংকার, গোবাদিপশু, কৃষি ফসলাদিসহ প্রায় ১০ -১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ্যরা হলেন বিরিকয়া গ্রামের মৃত আপিল শেখের ছেলে মোহাম্মদ আলী (৪০), নুর ইসলাম (৩৫), সালামত শেখ (৩০) ও মৃত ইদবার শেখের ছেলে মোয়াজ্জেম শেখ। তাঁরা পেশায় কৃষক। তবে আপন তিন সহোদর অভিযোগ করে বলছেন, ‘ জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই মোয়াজ্জেম তাঁর ছেলে লিটন রাতের আধাঁরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছেন। এতে মোয়াজ্জেমের ঘরবাড়ি সহ আমাদের চারজনের সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের খুঁটি ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। থানায় মামলা করব।’
গতকাল মঙ্গলবার সকালে বিরিকয়া স্কুলপাড়ায় সরেজমিন দেখা গেছে, প্রতিবেশী ও স্বজনরা আগুনে পোড়া বাড়িতে ভিড় জমিয়েছেন। ঘরের খুঁটি গুলো দাঁড়িয়ে আছে। ঘরের আসবাবপত্র, গোবাদিপশু, ফসলাদিসহ সবকিছু পুড়ে গেছে। বাতাসে পোড়া গন্ধঁ। ক্ষতিগ্রস্থ বাড়ির মহিলারা কান্নাকাটি করছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার দিবাগত ২ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে ৬ টি বসতঘর, ৪ টি করে গোয়াল রান্নাঘর, ৫ টি ছাগল, ঘরে থাকা আসবাবপত্র, কৃষি ফসলাদিসহ যাবতীয় সামগ্রী পুড়ে ভস্মিভূত হয়ে যায়। তবে আগুনের সুত্রপাত জানা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় ১০ – ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, প্রায় দেড় শতক জমি – জায়গা নিয়ে তিন সহোদর মোহাম্মদ আলী , নুর ইসলাম ও সালামত শেখের সাথে চাচাতো ভাই মোয়াজ্জেম শেখের বিরোধ চলছিল। এনিয়ে থানা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের গত সোমবার দুপুরে মোয়াজ্জেম ও তাঁর ছেলে লিটন পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর রাত দুইটার দিকে বাপ – বেটা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে গেছেন।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ্য মোহাম্মদ আলী বলেন, ‘ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাত আনুমানিক দুইটার দিকে বাইরে আসি। এসে রাস্তার ওপর কয়েকজনের আনাগোনা টের পাই। পরে রাস্তায় এসে দেখি মোয়াজ্জেম, লিটন আর দুই-তিনজন মিলে আমার গোয়ালঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে মোটরসাইকেল চালিয়ে দ্রুত চলে গেল।’মোহাম্মদ আলীর স্ত্রী সাজেদা খাতুন বলেন, ‘ আমার সব পুড়ে গেছে। চাল, ডাল, ধান, পাঠ, ছাগল, নগদ টাকা সব ছাই হয়েছে। এখন আমরা ক্যাম্বা (কিভাবে) বাঁচব। কিডা ( কে) আমার বিচার করে দিবিনি।’
নুর ইসলাম বলেন, ‘ দেড় শতক জমি নিয়ে চাচাতো ভাই মোয়াজ্জেমের সাথে বিরোধ চলছে দীর্ঘদিন। সোমবার দুপুরে মোয়াজ্জেম ও তাঁর ছেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। রাতে সত্যি সত্যি আগুন দিয়ে সব পোড়া দিছে। আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। রাতেই পুলিশ এসেছিল। থানায় মামলা করব।’ এ ব্যাপারে বিরিকয়া এলাকার জাহিদুল ইসলাম ও সাজিদুর রহমান বাবু বলেন, ‘ চাচাতো ভাইদের দেড় শতক জমি নিয়ে ঝামেলা চলছিল। এনিয়ে একাধিকবার সালিস বৈঠক হয়ছে। গতকাল দুপুরেও মোয়াজ্জেম হুমকি দিয়েছিল। আর রাতেই আগুন লাগত। হয়তো শত্রুতা করেই মোয়াজ্জেমরাই আগুন লাগিয়েছে। তবে সঠিক তদন্ত হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।’ অপরদিকে ঘটনার পর থেকেই গাঁ ঢাকা দিয়েছেন অভিযুক্ত মোয়াজ্জেমসহ তাঁর পরিবার। মুঠোফোনের সুইচও বন্ধ রয়েছে। সেজন্য তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘ প্রায় দুই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণ আসে। ততক্ষণে চারজনের ৬ টি বসতঘর, ৪ টি করে রান্না ও গোয়ালঘর, ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। তবে আগুনের সুত্রপাত এখনও জানা যায়নি। ধারনা করা হচ্ছে ১০ – ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘ ঘটনাস্থল পরিদর্শন করেছি। চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল। তবে আগুনের বিষয়টি তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ক্যাপশন ঃ আগুনে পুড়ে গেছে সবকিছু। শুধু ঘরের ঘুটি গুলো দাঁড়িয়ে আছে। ছবি মঙ্গলবার সকালে কুমারখালীর বিরিকয়া স্কুলপাড়া থেকে তোলা।
Leave a Reply