আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গায় হাইস্পিড মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন আহত হয়েছে।এদের মধ্যে ১ জনকে কুষ্টিয়া রেফার্ড করেছে।জানাজায়,আলমডাঙ্গা হাউপুর থেকে জামজামি হাইওয়ে সড়কের বাদেমাজু গ্রামের হাইস্পিড মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাদেমাজু গ্রামের জবেদ আলীর ছেলে জিহাদ (১৭) ও একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে (১৮) গুরুতর আহত হয়। একই সাথে হাইস্পিড মোটরসাইকেল চালক মনসুর আলী ছেলে রাকিব আহত হয় । স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিক নেওয়া হলে,কর্তব্যরত চিকিৎসক ডাঃ পার্থ সারথী পাল পথচারী সিয়াম (১৮) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
গতকাল শনিবার (২৪ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বাদেমাজু গ্রামের সড়কে এই দূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় হাইস্পিড হোন্ডাটিগার ১৫০সিসি ঢাকা মেট্রো ল- ৬২৩৯০৯ মোটরসাইকেলটি জামজামি থেকে আলমডাঙ্গা উদ্দেশ্যে আসার পথে বাজেমাজু এসে দূর্ঘটনা ঘটে। আলমডাঙ্গায় যেন সড়ক দূর্ঘটনা থামছেই না, প্রায় প্রতিদিন ঘটছে সড়ক দূর্ঘটনা। উঠতি বয়সি ছেলেরা হাইস্পিডে মোটরসাইকেল চালানো যেন নেশায় পরিনত হয়েছে।
এদিকে জানা যায় যে, হাইস্পিড মোটরসাইকেল চালক আলমডাঙ্গা উপজেলা জামজামি গ্রামের মনসুর আলী ছেলে রাকিব(১৮) ২০২২সালের এইচ এস সি পরিক্ষা দিয়েছেন। আরো জানা যায় মোটর সাইকেল চালক রাকিব তার মামা আলমডাঙ্গার গার্মেন্টস ব্যবসায়ী আব্দুস সামাদ এর মোটরসাইকেল নিয়ে চালাতে বের হয়েছিল।
Leave a Reply