কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে আবদ্ধ জলাশয়ে বিষ ট্যাবলেট প্রয়োগ করে প্রবাস ফেরত এক যুবকের প্রায় তিন লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে এক পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এনিয়ে প্রথমে উভয়পক্ষ বকবিতন্ডা এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আজ রোববার সকালে কুমারখালী থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন। এরআগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের মহিষখোলা টাঙ্গীর মোড় এলাকায় এঘটনা ঘটে। প্রবাস ফেরত ওই যুবকের নাম মো. জামাল হোসেন (৩২)। তিনি ওই মহিষাখোলা এলাকার মৃত চয়ন মন্ডলের ছেলে। আর অবিযুক্তরা হলেন একই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে মো. আমজাদ হোসেন (৬০) ও তাঁর দুই ছেলে মো. ওবাইদুল্লাহ (২৮) এবং মো. তোহিদুর রহমান (২৫)। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রবাস ফেরত যুবক জামাল হোসেন মহিষাখোলা টাঙ্গীর মোড় এলাকায় তাঁর নিজের ও স্বজনদের প্রায় ২২ বিঘা ধানি নিচু জমির জলাশয়ে বিভিন্ন কার্প জাতীয় মাছ চাষ করেছেন। সেখানে একই এলাকার আমজাদ হোসেনের প্রায় পাঁচ শতাংশ জমির ছোট পুকুর রয়েছে। জলাশয়ে প্রায় ৫-৬ মাস পূর্বে প্রায় ছয় লক্ষ টাকা মাছ ছাড়েন প্রবাসী যুবক। সেসময় আমাজদ হোসেনের ভাগিদার হওয়ার কথা ছিল। কিন্তু সেসময় তিনি ভাগিদার না হয়ে ২০ হাজার টাকা ইজারা দাবি করেন।
এরপর আমজাদ হোসেনকে সালিসী বৈঠকের মাধ্যমে ইজারাদার টাকা দেওয়ার কথা বলে সাম্প্রতিক সময়ে মাছ ধরা শুরু করেন প্রবাসী জামাল হোসেন। কিন্তু আমজাদ হোসেন ও তাঁর সন্তানেরা সালিসে না বসে গত বুধবার প্রকাশ্যে জলাশয়ে বিষ ট্যাবলেট প্রয়োগের হুমকি দেন। আর পরদিন বৃহস্পতিবার সকালে জলাশয়ের মাছ গুলো মরে ভেসে ওঠে। এতে প্রায় ৩০ মণ মাছ নিধন হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। আরো জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে প্রবাসী স্থানীয় লোকজন ও স্বজনদের নিয়ে মাছ মরার বিষয় জানতে ছুটে যান আমজাদ হোসেনের বাড়িতে। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। সংঘর্ষে আমজাদ হোসেন, তাঁর স্ত্রী, দুই সন্তান সহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে সরেজমিন টাঙ্গীর মোড় এলাকায় গিয়ে দেখা গেছে, বিশাল ধানি জমির জলাশয়ে প্রায় হাটু সমান পানি। পানিতে ভাসছে মরা মাছ। বাতাসে পঁচা মাছের গন্ধ। এবিষয়ে স্থানীয় আলামিন হোসেন বলেন, ‘জামাল হোসেনের সাথে আমাজাদের পরিবারে মাছচাষ নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার আমজাদ হোসেনের ছেলে ওবাইদুল্লাহ প্রকাশ্যে বিষ ট্যাবলেট দেওয়ার হুমকি দিয়েছিল। পরদিন সকালেই মাছ গুলো মরতে শুরু করে। তবে কে কি করেছে কা জানিনা।’ এবিষয়ে প্রবাস ফেরত জামাল হোসেন বলেন, ‘আমজাদ হোসেনের ৫ শতক জমির পুকুর আছে এখানে। এজন্য তাকে পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু তাঁর ছেলে টাকা না নিয়ে প্রকাশ্যে বিষ ট্যাবলেট দিয়ে মাছ মারার হুমকি দিয়েছিল। পরদিন সকাল থেকেই মাছ মরে ভাসতে থাকে। এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’ তিনি আরো বলেন, ‘শক্রুতা করে আমজাদ ও তাঁর ছেলেরা একাজ করেছেন। থানায় অভিযোগ দিয়েছি। সুষ্ঠু বিচার আশা করছি।’ অপরদিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, আহত আমজাদ হোসেন ও তার পরিবারের সদস্যরা বেডে শুয়ে আছেন। তাঁদের মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। চোখে আঘাতের চিহৃ। বিষ ট্যাবলেট প্রয়োগের অভিযোগ অস্বীকার করে আমজাদ হোসেন বলেন, ‘আমার পুকুর আমার মাছ। ওরা ধরে নিলো। আবার আমাদেরই হত্যার উদ্দেশ্যে মারে মাথা ফাটায় দিছে। থানায় অভিযোগ দিয়েছি।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘মাছ নিধন ও এনিয়ে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়া ঘটনায় দুইটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত স্বাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply