কাগজ প্রতিবেদক ॥ আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় ছাত্রদের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ছাত্রীদের খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইনালে উঠেছে।
এদিকে, ছাত্রীদের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে।
আগামীকাল ২১ ডিসেম্বর ফাইনাল এবং ছাত্রদের তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে।
আজ ২০ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ছাত্রদের সেমিফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ৩-১ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ছাত্রীদের সেমিফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
Leave a Reply