কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন কন্দর্পদিয়া গ্রামে লাল্টু বিশ্বাস নামে এক কৃষকের ১ টি ষাঁঢ় গরু চুরি হয়ে গেছে। গরুটির রং লাল, আনুমানিক মূল্য ১ লাখ ৫০ টাকা। এ ঘটনায় ইবি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে,গত ১৬ ডিসেম্বর’২২ রাত ১০ টায় গরুর খাবার দিয়ে গোয়াল ঘরের বাঁশের দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকাল ৮ টায় ঘুম থেকে উঠে গোয়ালের ভিতর গিয়ে দেখেন গরু টি নাই। গোয়াল ঘরের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা গরুটি চুরি করেছে। ভুক্তভোগী কৃষক লাল্টু বলেন,সাম্প্রতীক কালে কন্দর্পদিয়া গ্রামে মাদকাসক্তির হার বেড়েছ। মাদকের টাকা যোগাড় করতে মাদকাসক্ত ব?্যক্তিরা পান,গরু-ছাগল চুরি করে করছে। এই গ্রামের চিহ্নিত মাদক ব?্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করলেই গরুটি উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply