কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেনসহ দলের আট নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে ফুল দিতে গেলে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, সকালে বিজয় দিবস উপলক্ষে মিরপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে ফুর দিতে গেলে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বিএনপির মিরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনও আছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল আলম বলেন, মিরপুর পৌর এলাকা থেকে সকালে নাশকতা মামলার বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
Leave a Reply