আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুরে চাইল্ড কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলে উদ্যোগে নবান্নের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটি ও বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, ভেড়ামারার আরোহী সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ফেমাস সরোয়ার্দী, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, কেএনবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী খোকন। বিদ্যালয়ের পরিচালক সোহেল রানার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলাউল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন, মাহাবুল ইসলাম, খাদিমপুর বাজার কমিটির সভাপতি বাহাউদ্দিন বিশু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিদ্যালয়ের পরিচালক মারুফ হোসেন, আজিমুদ্দিন, মিজানুর রহমান, আনিছুর রহমান, সানি আহম্মেদ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply