ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার (টিইও)আহসান আরা এর বিরুদ্ধে অভিভাবকের সাথে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার ভেড়ামারা উপজেলার সবুজকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা চলছিল। উক্ত প্রতিযোগিতায় চাঁদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী আসমাউল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষ পর্যায়ে আসমাউলের মা রোকসানা রহমান তার মেয়েকে আনার জন্য প্রতিযোগিতা যায়। তিনি একটি আর্ট স্কুলের পরিচালক। এসময় তাকে দেখামাত্র সেখানে উপস্থিত ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা ক্রুদ্ধমূর্তি ধারন করেন এবং উক্ত অভিভাবিকাকে গালমন্দ করেন। সেখানে উপস্থিত আরো অনেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সামনেই রোকসানা রহমানকে ধাক্কা দিতে থাকেন ও অপমানজনক কথাবার্তা বলে সেখান থেকে বের করে দেন। ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এব্যাপারে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে অশোভন আচরণের বিষয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ সংবাদ মাধ্যমকে বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজন ব্যবস্থা গ্রহন করবেন মর্মে জানান। ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, প্রতিযোগীতাস্থলে শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি অভিভাবকদেরকে সরে যেতে বলেছেন।
Leave a Reply