কাগজ প্রতিবেদক ॥ জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসাবে কাজ শুরু করলেন তরুণ মেধাবী সাংবাদিক তাশরিক সঞ্চয়। ১ এপ্রিল বৃহস্পতিবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তাশরিক সঞ্চয়ের এই নতুন যাত্রা ইতোমধ্যে সাড়া ফেলেছে কুষ্টিয়ায়। দেশের গণমাধ্যমকর্মীদের অনেকেই এরই মধ্যে জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিক তাশরিক সঞ্চয় এর আগে একুশে টেলিভিশন ও এসএটিভি’র সংবাদ বিভাগে নিজস্ব প্রতিবেদক ও উপস্থাপকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় পত্রিকা, আইপি টিভি ও স্যাটেলাইট টেলিভিশনের প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও’র সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাংগঠনিক দায়িত্ব পালন করেন তিনি। যুগের বেশি ক্যারিয়ারে উপস্থাপক ও প্রতিবেদক ক্যাটাগরিতে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন সময়ের দক্ষ এই সংবাদকর্মী।
Leave a Reply