মনোজিত মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল আখতার,ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কৃষি অফিসার সবুজ কুমার সাহা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজমিন সুমনা প্রমুখ। আলোচনা শেষে অতিথিগণ পাঁচ জন জয়িতা কে সম্মাননা কেস প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নারী অধিকার সংগঠন ও মহিলা সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply