কুমারখালী প্রতিনিধি ॥ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরের প্রবেশপথে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন সহ প্রমূখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply