আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, আলো সংস্থা নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক নার্গিস আখতার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার। এ সময়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাজমা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আম্বিয়া খাতুন, সফল জননী জরিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুকারী আকলিমা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জোসনা খাতুনকে সংবর্ধনা দেওয়া। পরে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
Leave a Reply