আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সরকারের প্রণোদনার অংশ হিসাবে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি/২০২২-২৩ মৌসুমে বোরো ধান উফসী এবং বোরো ধান হাইব্রিড উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার-বীজ বিতরণ করা হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ সার-বীজ বিতরণ করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং কৃষকরা। এসময় ২০২২-২৩ অর্থবছরের বোরো মৌসুমে প্রণোদনার আওতায় উপজেলার ৪ হাজার কৃষক উফসী ধানের বীজ প্রণোদনার আওতায় সার ও বীজ পায়। সেই সাথে ৬ হাজার ৫ শত ২০ জন কৃষক হাইব্রিড ধান বীজ পাবে।
Leave a Reply