আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম, যুদ্ধকালীন কমান্ডার আফতাব উদ্দিন খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মর্জিনা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরসহ প্রশাসনের সকল কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Leave a Reply