হাটশ হরিপুর, মিরপুর ও সদর উপজেলার ৩০টি ভাটায় রাতের আঁধারে যাচ্ছে ট্রাক বোঝাই খড়ি

কাগজ প্রতিবেদক ॥ পরিবেশ, প্রতিবেশ আইন উপেক্ষা করে প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়া জেলায় প্রায় ২শ ৫০টি ইট ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। কথিত ভাটা মালিক সমিতির নেতারা মিডিয়া ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এবারও চাঁদা উত্তোলন করেছেন প্রায় ২ কোটি টাকা। পরিবেশ সুরক্ষায় প্রতি বছর একই ইট ভাটার অনুমোদন না দিয়ে পর্যায়ক্রমে একেক বছরে একেক ভাটাকে পরিবেশ ও জেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত হয়ে ইট পোড়ানোর বিধান থাকলেও কুষ্টিয়া জেলায় এ আইনের তোয়াক্কা করা হয় না বলে অভিযোগ রয়েছে। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ২০১৮ সালে একই ভাটাকে নয় পরিবেশ, পরিস্থিতি বুঝে, ফসলি মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা এমন জায়গা ব্যতিত নদীর পাড়, ফাঁকা মাঠে জেলার মোট ভাটার মধ্যে পর্যায়ক্রমে বছর বছর একেক ভাটাকে সঠিক মাফের চিমনিতে, শুধু মাত্র কয়লা, বৈদ্যুতিক উপায়ে ইট পোড়ানোর অনুমোদন দিতে হবে। এমন আইন থাকলেও গত কয়েক বছর যাবত কুষ্টিয়ার এক শ্রেনীর তথাকথিত ভাটা মালিক সমিতির নামে নেতারা মিডিয়া, প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রতি ভাটা মালিকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা চাঁদা উত্তোলন করেছে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে গত কয়েক সপ্তাহ ধরে রাতের আঁধারে হাটশ হরিপুরে বেশ কয়েকটি ভাটায় ট্রাক বোঝাই করে খড়ি যাচ্ছে। একদিকে রাতের আঁধারে অবৈধ বালি টানা ট্রলির আওয়াজ এবার সাথে যোগ হয়েছে খড়ি টানা ট্রাকের আওয়াজ। কয়েকজন এলাকাবাসী জানিয়েছে, সারাদেশে আইনের এত কার্যকারিতা আর হাটশ হরিপুরে ইজারাবিহিন বালু কাটা, আর ভাটায় খড়ি দিয়ে ইট পোড়ানোর ব্যাপারে এত অভিযোগ করেও কোন কাজ হচ্ছে না কেন তা তাদের বোধগোম্য নয়।
এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে অনুমোদনহীন সাতটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২৫ লাখ কাঁচা ও পাঁচ লাখের বেশি পোড়ানো ইট ধ্বংস করা হয়। গতকাল বুধবার দিনভর উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান। আদালত সূত্র জানায়, ২০০৬ সাল থেকে ইটভাটায় ড্রাম চিমনির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবুও কিছু অসাধু ভাটা মালিক অবৈধভাবে এ চিমনি ব্যবহার করছেন। এমন খবরে বুধবার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরে অভিযান চালানো হয়। অভিযানে বাকি ব্রিকস, সাগর ব্রিকস, সৈনিক ব্রিকস, জহুরা ব্রিকস, সিফাত ব্রিকস, এসআরবি-২ ও এসআরবি-৩ নামের সাতটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, অভিযানে সাতটি ভাটার ২৫ লাখ কাঁচা ইট ও পাঁচ লাখের বেশি পোড়ানো ইট ধ্বংস করা হয়। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে অবৈধ ড্রাম চিমনি ব্যবহৃত ভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটায় অভিযান চালানো হবে।
Leave a Reply