মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সরকারি কাজে বাধা ও বিস্ফোরণের অভিযোগ এনে বিএনপি-জামায়াতের ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে মিরপুর থানার এসআই শেখ আবু সাইদ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করেন। মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হক, সাধারন সম্পাদক রহমত আলী রব্বান ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল গফুর সহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন উপজেলার কচুয়াদহ গ্রামের বিএনপি নেতা আহসান হাবীব লিংকন, আওলাদ হোসেন, কৃষ্ণপুর গ্রামের আমিরুল ইসলাম সন্টু, চারুলিয়া গ্রামের গোলাম মোস্তফা, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীজনগর গ্রামের খন্দকার টিপু সুলতান, জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত, কচুবাড়ীয়া এলাকার জামায়াত নেতা নিয়ামত আলী, বুরাপাড়ার নাসিম রেজা মুকুল, পৌরসভার খন্দকবাড়ীয়া মহল্লার ছাতনেতা মুশফিকুর রহমান সজল, কুষ্টিয়া সদর থানার নাজমুল ইসলাম ও দৌলতপুর থানার খলিশাকুন্ডি এলাকার সাজ্জাদ শাহরিয়ার শাকিল। মামলার বিবরণে জানা গেছে, উপজেলার ৫নং ফুলবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত গেটপাড়া গ্রামের গেটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ও খোলা জায়গায় সরকার বিরোধী নাশকতামূলক এবং ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ৪জনকে ধরতে পারলেও বাকীরা পালিয়ে যায়। এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম রাশেদ জানান, নাশকতা মামলার বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে। অন্যদিকে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান বলেন, সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রশাসন বিএনপি নেতা-কর্মীদের বাড়ী থেকে গভীর রাতে গ্রেপ্তার করে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানী করছে। যারা এলাকাতে নেই তাদের নামেও মামলা হচ্ছে। এধরনের মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে নেতাকর্মীদের রাজপথ থেকে দমিয়ে রাখা যাবে না।
Leave a Reply