ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের হরিনাকুন্ডুর বাজারের কসাই মোড় এলাকায় হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক ব্যবসায়ী যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। জনি ওই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে। নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, আমার গ্রামের এক ব্যক্তি আমাকে জানায় আপনার ছেলেকে কারা মেরে ফেলেছে। এমন খবর পেয়ে তিনি এসে দেখতে পান পিছনে দোকানের মেঝেতে তার ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। তিনি আরও জানান, নিহতের গলাই একটি ছুরি বিদ্ধ রয়েছে। তাঁর দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রে আঘাত রয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে সে ব্যপারে তিনি এখনই কিছু বলতে পারেননি। হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
Leave a Reply