কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক নিয়োগ নিয়ে নির্বাচনী বোর্ডের দুই সদস্যের সঙ্গে ‘অশোভন’ আচরণের অভিযোগ এনে বিভাগের সভাপতি ড. বখতিয়ার হোসেনকে শোকজ করা হয়েছে। গত বুধবার তাঁকে শোকজ নোটিশ পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৫ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগে নির্বাচনী বোর্ড হয়। বোর্ডের সভাপতি ছিলেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, সদস্য উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও বখতিয়ার হোসেন এবং বিশেষজ্ঞ সদস্য ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক আবু সাদেক মো. কামরুজ্জামান। মৌখিক পরীক্ষা নেওয়ার পর চাকরিপ্রার্থী চূড়ান্ত করা নিয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে মতবিরোধ হয় বখতিয়ার হোসেনের। এ ঘটনায় অভিযোগ-পাল্টা অভিযোগ এমনকি তদন্ত কমিটিও হয়েছে। এরই মধ্যে দুই মাস পর শোকজ করা নিয়ে প্রশ্ন তুলেছেন বখতিয়ার হোসেন। তিনি বলেন, ‘মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিদর্শক দল বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম তদন্তে আসে। আমাকে ডাকলে উপাচার্য কার্যালয়ে গিয়ে তাঁদের কাছে আমি সবকিছু খুলে বলেছি। এর পরই আমাকে শোকজ করা হলো। অথচ বিষয়টি সিন্ডিকেটেই সমাধান সম্ভব ছিল।’
Leave a Reply