আবুরীতে চার শহীদ মুক্তিযোদ্ধার শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা
আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কাকিলাদহ আবুরী-মাগুরা-মালিহাদ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহীদ মধু মন্ডল, শহীদ আকুল শেখ, শহীদ সাদেক আলী, শহীদ জহুরুল ইসলাম এর ৫১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ যুদ্ধক্ষেত্রের স্থানে আমলা-সদরপুর-মালিহাদ ইউনিয়ন যৌথ মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আমলাসদরপুর ও মালিহাদ ইউনিয়ন যৌথ কমান্ডের সভাপতি সাইফুজ্জামান হিরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম, মোশাররফ হোসেন, যুদ্ধকালিন কমান্ডার আফতাব উদ্দিন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক বাবলু, পতাকা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, মালিহাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাসের আলী মন্ডল, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিয়াত আলী লালু, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউনুস আলী, আমলা-সদরপুর-মালিহাদ ইউনিয়ন যৌথ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, বীর মুক্তিযোদ্ধা রাহাত আলী, মোহাম্মদ আলী, আফসার আলী, লুৎফর রহমান, ফকরুল আলম, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল মতিন লোটাস, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, কেএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক, আবুরী মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কাকিলাদহ যুদ্ধক্ষেত্রে অংশগ্রনকৃত মুক্তিযোদ্ধাগণ, সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের স্বজনরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ২৮ নভেম্বর কুষ্টিয়ার কাকিলাদহে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে চারজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। স্মরন সভায় মহান মুক্তিযুদ্ধে কাকিলাদহ আবুরী-মাগুরা-মালিহাদ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শহীদ মধু মন্ডল, শহীদ আকুল শেখ, শহীদ সাদেক আলী, শহীদ জহুরুল ইসলাম আবুরী খালেক মোড়ে শহীদ হন। সেই স্থানের নাম শহীদ মুক্তিযোদ্ধা চত্বর নামকরন করা হয়েছে।
Leave a Reply