ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে মোছাম্মত জালেমা বেগমের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে হামলা হুমকি ধামকি মারপিট ও গাছ কর্তনের ঘটনাস্থল গতকাল শনিবার বিকালে পরিদর্শন করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নতুন করে জালেমা বেগমের বাড়িঘর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ইট পাটকেলের আঘাতে ঘরের টেলিভিশন, ল্যাপটপ, ট্যাব ভেঙে যায়। আক্রমণকারীরা বাড়ীর জানালা দরজা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা এসময় হত্যার হুমকি ধামকি দেয় জালেমা বেগম এবং তার পরিবারের সদস্যদেরকে। এ সময় আসামিরা উক্ত বাড়ির সীমানায় জলেমা বেগমদের মালিকানাধীন জমিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ জোরপূর্বক কেটে ফেলে। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ভিন্ন ভিন্ন সাধারণ ডায়েরিতে বিবাদী আতাহার আলী, কল্পনা রানী, মেরি খাতুন, সানোয়ার, বাহার, আতাহার, মোতাহার, রাকিবুল গং এর বিরুদ্ধে মারপিট ও হুমকি ধমকির অভিযোগ করা হয়েছে। দৌলতপুর থানার সাধারণ ডায়েরি নম্বর ৪১৪ তারিখ ৭-১০ -২২। এবং উক্ত থানার সাধারণ ডায়েরি নম্বর ১৭০৫ তারিখ ২৮ ১০ ২২ খ্রীঃ সূত্রে উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। নতুন করে বাড়ি ঘরে হামলা ইট পাটকেল লিখে ও বাড়ির সীমানায় গাছ কর্তনের কারণে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার বিকালে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিষয়ে প্রতিবেদকের সাথে আলাপচারিতায় দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply