ঝিনাইদহ প্রতিনিধি ॥ সারি সারি গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে সবুজ ও হলুদ রংয়ের চায়না কমলা। কাঁচা অবস্থায় গাঢ় সবুজ ও পেকে ধারণ করেছে গাঢ় হলুদ রং। শীতের শুরুতে গাছভর্তি এমন ফল বাগানের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে কৃষকের স্বপ্ন যেনো দোল খাচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুন্ডু গ্রামের মাঠে গেলে দেখা মিলবে চায়না কমলার এই বাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা চাষ দেখে ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুন্ডু গ্রামের মাঠে ৫০ শতক জমিতে চায়না ৩ জাতের কমলার বাগান করেন ওই গ্রামের রান্নু শেখ। ২০১৯ সালের এপ্রিল মাসে তার জমিতে ১৪০ টি গাছ লাগান তিনি। গত বছর কিছুটা ফলন এলেও এবার গাছভর্তি ফল এসেছে। আকারে চায়না কমলা থেকে বড় আর স্বাদ ভালো হওয়ায় রয়েছে ব্যাপক চাহিদা। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা বাগান থেকে ফল কিনে নিয়ে যাচ্ছে। পুষ্টিগুণে ভরপুর ও রোগীদের পথ্য হিসেবে পরিচিত চায়না কমলা স্বাদ ভালো হওয়ায় বেড়েছে চাহিদাও। ঝিনাইদহের বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই বাগানের কমলা। এছাড়াও শহরসহ বিভিন্ন স্থানে বিক্রিও হচ্ছে। ফলন আর লাভ ভালো হওয়ায় অনেক বাগানী আসছেন পরামর্শ নিতে। কমলা বাগানের মালিক রান্নু শেখ বলেন, ফলন ভালো হচ্ছে। দামও ভালো পাচ্ছি। ঢাকা ও ঝিনাইদহের স্থানীয় ক্রেতারা এসে এসব কমলা ক্রয় করে নিয়ে যাচ্ছে। পাকার সাথে বিক্রয় হয়ে যাচ্ছে। ফলে আয় ও বেড়ে যাচ্ছে। চলতি মৌসুমে এই বাগানে ২শত মন কমলার ফলন হবে বলে তিনি আশা করছেন। ব্যবসায়ীরা বলেন, স্থাণীয়ভাবে ক্রয় করার ফলে কমলা কয়েকদিন ধরে বিক্রয় করা যাচ্ছে। দ্রুত নষ্ট হচ্ছেনা ফলে বিক্রয় করতে সুবিধা হচ্ছে। পরিবহন খরচ কম হওয়ায় কম দামে বিক্রয় করা যাচ্ছে। এতে ভোক্তারা ক্রয় করতে আগ্রহী হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল করিম বলেন, বাগানে সারের সুষম ব্যবহারের মাধ্যমে চায়না কমলার ভালো ফলন পাওয়া সম্ভব হচ্ছে। রসও ভালো হচ্ছে। ঝিনাইদহে চায়না কমলা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Leave a Reply