খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামে (২১ শে নভেম্বর) বিকেল ৩ টার দিকে বিদ্যুতের শখ-সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালক মোঃ সিতাব উদ্দিনের বসতভিটাসহ তিনটি ঘর পুড়ে ভুস্মভূীত হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয়রা বলেন ঘরের মধ্যে একটি সেলিং ফ্যানে বিকট শব্দ হয়ে আগুনের উৎপত্তি হয়। মুহূর্তের মধ্যে আগুন সবদিকে ছড়িয়ে পড়ে এবং তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খোকসা ফায়ার সার্ভিস ঘটনাস্থানে না পোছাতেই আমরা স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ বিষয়ে ভ্যান চালক সিতাব উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩২) বলেন আমার বাবা ভ্যান চালক আমরা দুই ভাই ইটভাটায় কাজ করে খায় অনেক দুঃখ কষ্ট করে দক্ষিণ পাশে একটি থাকার ঘর করেছিলাম ভয়াবহ ওই আগুনে ঘরের খাট পালন কেতা, বালিশ এবং ধান চাল ও নগদ ১০ হাজার টাকা, গোয়ালে একটি ছাগল সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ভ্যান চালক সীতাব উদ্দিনের স্ত্রী হাউমাউ করে চিৎকার করে কাঁদছে আর বলছে আমার সব পুরো ছাই হয়ে গেছে আমরা এখন থাকবো কোথায় আমাদের মাথা গুজার কোন ঠাই নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন ঘটনাটি আমরা শুনেছি সরকারিভাবে যতটুকু সহযোগিতা করার আমরা করব।
Leave a Reply