নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলে পিঠা ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় ”নন্দন কানন” নামক একটি সংগঠনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বেলে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর নেচে গেয়ে নবান্ন উৎসবকে বরণ করেন সংগঠনের শিল্পীরা। এসময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় পরিবেশিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংষ্কৃতিক অনুষ্ঠানে নন্দনকাননের শিল্পীরা গ্রামীণ লোক নৃত্য পরিবেশন করেন, সংগীত পরিবেশন করেন শিল্পী লিখন বিশ্বাস, সাদিকুর রহমান, মিলন বিশ্বাস, হিরোক গোস্বামী, ডাঃ মায়া রাণী বিশ্বাস এবং জনপ্রিয় শিল্পী গুরুপদ গুপ্ত গান । এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, নন্দন কানন শিশু কিশোর বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি সুভাষ বিশ্বাস, সাধারন সম্পাদক ডাঃ মায়া রাণী বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চন্দ্রা মুখার্জী,শিল্পী প্রতুল হাজরা, টিটো সিহাবসহ সাংষ্কৃতি প্রেমীরা এসময় উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌরভ ব্যানার্জী ।
Leave a Reply