মনোজিত মন্ডল ,খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় অগ্নিকান্ডে শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর গ্রামে এক কৃষকের পরিবারে সব ভুস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে অগ্নিকাণ্ডে উপজেলা পাইকপাড়া মির্জাপুর গ্রামে আশরাফ জোয়ারদারে বসতভিটা পুড়ে যায়। আশরাফ জোয়াদ্দার মৃত ইন্তাজ আলী জোয়ারদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায় আশরাফ জোয়াদ্দারের দুই ছেলে শহিদুল ৩৫ ও জহুরুল ইসলাম ও এক মেয়ে মিম্মা ১৭। জহুরুল জোয়ারদার স্থানীয় সাংবাদিকদের জানান, আমি আমাদের টিউবয়েলে কাজ করছিলাম। এমন সময় ঘরের মধ্যে বিকট জোরে শব্দ হয়। তখন আমি তাকিয়ে দেখি ঘরে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আমাদের বাড়ির চারটি ঘর সহ গরু ছাগল জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এখন পরিবারটি খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছি। তিনি আরো বলেন আমার বোন মিম্মা সবেমাত্র ভর্তি পরীক্ষা দিয়ে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি মেধা তালিকায় রয়েছে। এখন তার ভর্তি নিয়েও আমরা চিন্তিত রয়েছি। এদিকে খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার বিল্লাল হোসেন জানান আগুনের সংবাদটি পেয়েই আমরা ঘটনায়স্থলে পৌঁছে যাই এবং প্রায় ৩০ মিনিট অতিবাহিত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হই। বিদ্যুতের শক-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply