আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরের বন্ধন সংস্থার উদ্যোগে বিনামুল্যে হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলাস্থ বন্ধন সংস্থার প্রধান কার্যালয়ে বন্ধন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এ ভ্যানগাড়ি বিতরণ করা হয়। এতে বন্ধন সংস্থার সভাপতি ও আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু। এতে বন্ধন সংস্থার ম্যানেজার খাইরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশা, আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা বেবী আক্তার, আওয়ামী লীগ নেতা আলম হোসেন প্রমুখ। এসময় বন্ধন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১৩জন হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে ১৩টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়।
Leave a Reply