কুমারখালী প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্যদিয়ে কুমারখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও “দুর্ঘটনা- দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” প্রতিপাদ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সরকারি কলেজের প্রভাষক ও রানা টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ রানা, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র এস, এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী। আরো বক্তব্য রাখেন, ভোরের কাগজ প্রতিনিধি হাবীব চৌহান, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কেএমআর শাহীন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন।এর আগে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন সহ শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করেন। পরে অতিথিবৃন্দ অগ্নিনির্বাপনের মহড়ায় অংশ নেন এবং অগ্নিনির্বাপন ও দুর্ঘটনা- দুর্যোগে উদ্ধার কাজে ব্যবহৃত যস্ত্রপাতি পরিদর্শন করেন।
Leave a Reply