কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকসেবনের অভিযোগে ৪ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা সহকারি কমিশনার ভূমি রেকসোনা খাতুন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে মাদক সংরক্ষণ ও সেবন করার অভিযোগে শাহিন আলী(৩৫), রাফিউল ইসলাম (৩৬), জাহাঙ্গীর আলম (৩০) ও আশরাফুল ইসলাম (৪৩) কে আটক করেন ভেড়ামারা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের চারজনকে মাদক সংরক্ষণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা সহকারি কমিশনার। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply