কাগজ প্রতিবেদক ॥ সুদের টাকার কারণে চট্রগ্রাম কক্সবাজারের চকরি থানার এক গৃহবধূ তার অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য শওকত নামের এক সুদ-কারবারী থেকে চার হাজার টাকা নিয়েছিলেন। ইতোমধ্যে সুদসহ মোট আট হাজার টাকা পরিশোধ করেছেন তিনি। সুদ-কারবারী শওকত আরও দুই হাজার টাকা দাবী করে তার কাছে। গৃহবধূ গতকাল বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করতেও রাজি হন। কিন্তু সময় দিতে রাজি নয় যুবকটি। অবশেষে তাকে গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন করে সে। নির্যাতনের ছবিতে একটি ছোট্ট শিশুকে দেখা যায় গৃহবধূর পাশে দাঁড়িয়ে আছে। অসহায় ভাবে তাকিয়ে আছে সে তার মায়ের দিকে! কী নির্মমতা! কী নিষ্ঠুরতা! এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
Leave a Reply