বিশেষ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরের লাউবাড়িয়া এলাকায় বাউল-ফকিরদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। হামলাকারী হিসাবে অভিযুক্তরা পলাতক রয়েছে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার ৭ নভেম্বর ১৯ জনের পরিচয় উল্লেখ ও আরও দশ জনের বেশি অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিদের আসামি করে এ মামলা হয়। লাউবাড়িয়ার পলান মন্ডল নামের এক সাধু ভক্ত বাদী হয়ে এই মামলা করেছেন। গত শনিবার ৫ নভেম্বর দিবাগত রাতে দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া এলাকায় ভক্তের বাড়ি সমবেত হয়েছিলেন সাধুরা। সেখানেই বেধড়ক পেটানো হয়েছে তাদের। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচ নারী-পুরুষ। এখনও হাসপাতালে ভর্তি দু’জন। এ ঘটনায় ৬ নভেম্বর থানায় একটি লিখিত অভিযোগ করেন সাধু ফকিরেরা। আরও জানা গেছে, লালন দর্শনের অনুসারী সাধু-ফকিরেরা ভক্ত পলানের বাড়িতে ফকির তাত্বিক আলোচনার জন্য বেশ কয়েকজন সমবেত হয়। পরে সেখানে রীতি অনুসারে সান্ধ্য কালীন কর্মসূচি পালন শেষে এশার আজানের পর রীতি অনুসারে ফের কার্যক্রম হয় । হঠাৎ বাড়িটির চারপাশে কিছু লোক ঘিরে ফেলে এবং ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে? এসময় তারা বাড়িতে প্রবেশ করে উপস্থিত ১৫ থেকে ২০ জন বাউল-ফকির-ভক্তকে বেধড়ক লাঠিপেটা করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, থানায় মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে। তদন্তকারী কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, আসামিদের ধরতে পুলিশ তৎপর। তারা পলাতক রয়েছে। তবে, তারা আদালত থেকে জামিন নিয়েছে এমন কথা শুনেছি, এখনও পর্যন্ত জামিনের কাগজ আমরা পাইনি। খোদ ফকির লালন শাহের ইতিহাস রচনার জেলা কুষ্টিয়ায় এমন ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
Leave a Reply