ইবি প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর জন্মদিনে কোন আয়োজন নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। হলের ডাইনিং গরুর মাংস নিষিদ্ধকারী সেই প্রভোষ্ট তপন জোয়ার্দ্দার উদ্যোগে কোন কর্মসুচী না থাকলেও এ দিনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়েছে। বিষয়টি নিয়ে শাখা ছাত্রলীগসহ প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে।
জানা যায়, বঙ্গবন্ধুর জন্মদিনে প্রতিবছর কর্মসূচি পালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন। এ বছর হলের পক্ষ থেকে কোন কর্মসূচি পালিত হয়নি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিত্রিয়া ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ ও শাখা ছাত্রলীগসহ প্রগতিশীল শিক্ষক-শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কোন কর্মসূচি পালন না করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে এই হল প্রভোষ্টের পদত্যাগের দাবি জানায় বলে ক্ষোভ প্রকাশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান,‘১৭ই মার্চ সব চাইতে গুরুত্বপুর্ণ দিন। এই জন্মশতবার্ষিকী আর কখনই আসবে না। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। বঙ্গবন্ধু হলে কোন কর্মসূচি হবে না এটা মেনে নেয়া যায় না। কেন হচ্ছে না সেটার প্রশাসনিক জবাবদিহিতা থাকা উচিৎ। বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানাই।’
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন,‘বঙ্গবন্ধু হলে কোন অনুষ্ঠান হয়নি। তাদের কাছে প্রত্যাশা ছিল হল কর্তৃপক্ষের পক্ষ থেকে হলের সামনে যে স্মৃতিভাস্কর্য ছিল সেখানে অন্তত ফুল দিতে পারত। এছাড়াও সাদ্দাম হোসেন হল প্রশাসন ১৭ই মার্চের কর্মসূচিতে অংশ নেয়নি। এ বিষয়ে উপাচার্য বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শের জায়গা থেকে তারা স্মৃতিভাস্কর্যে ফুল দিবে কিন্তু সাদ্দাম হোসেন হল তা করেনি ক্যাম্পাস খুললে তাদের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইব।
বঙ্গবন্ধু হলে প্রভোষ্ট হিসেবে দায়িত্বে আছেন ইবি বঙ্গবন্ধু পরিষদের নির্বাহী সদস্য অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মূল অনুষ্ঠানের প্রজ্ঞাপনে অনুষ্ঠানের বিষয়ে কোন কিছুই উল্লেখ ছিল না। এছাড়াও করোনায় হলে কোন শিক্ষার্থী নেই। কাকে নিয়ে হলের প্রোগ্রাম করব? তিনি আরও জানান, এবার আমাদের কেন্দ্রীয়ভাবে সব কিছু করার নিদের্শনা ছিল। তাই সকলের সিন্ধান্ত নিয়ে আমারা ভিসি সাহেবের সাথে অনুষ্ঠানে যোগদান করেছি। আমাদের সকল প্রভোষ্টের এমন সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। তিনি জানান, আসলে ভার্সিটিতে কিছু সাংবাদিক, বাঁশের কেল্লা, এটা,সেটা নাম দিয়ে এসব নিউজকে হাইলাইটস করে থাকে। প্রকৃত পক্ষে এমন দিনে বঙ্গবন্ধু হলে কোন প্রোগ্রাম হবে না এটা আমার জন্যও কষ্টের। কিন্তু সিন্ধান্তের বাইরে যাওয়া যাবে না। একুশে ফেব্রুয়ারী, ৭ই মার্চ অনুষ্ঠানের বিষয়ে তিনি জানান, এ দিনে শুধু ফুল দেয়া থাকে তাই সেটা করা সম্ভব হয়েছে। আর ৭ই মার্চের অনুষ্ঠানতো আমার হলেই জাতির জনকের মুল ভাষ্কর্য, মুর্যাল সুতরাং বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে এখানেই প্রোগ্রাম করতে হয়েছে। তাই হয়েছে। এটি ছিল বিশ^বিদ্যালয়ের প্রশাসনের মুল আয়োজন। ২০১৯ সালে বঙ্গবন্ধু হলের ডাইনিং গরুর মাংস নিষিদ্ধ করণ খবর প্রসঙ্গে তিনি বলেন, আসলে এসব নিউজ নিয়ে অনেক কথা আছে। সংবাদটির প্রকৃত অর্থ না জেনে এটি করা হয়েছে। তিনি বলেন, মাসে প্রতি শুক্রবার বিশ^বিদ্যালয়ের দেয়া প্রশাসনের বিধি অনুযায়ী খাসি, মুরগী এবং গরুর মাংসের কথা বলা আছে। কেননা এখানে বিভিন্ন ধর্মের এবং নানা সমস্যার ছাত্র-ছাত্রী থাকে। তাই শুধু গরুর মাংস করলে সমস্যা হয়। কিন্তু এক মাসে পর পর চার বার গরুর মাংস থাকায় অনেক ছাত্র-ছাত্রী বঙ্গবন্ধু হল ছেড়ে অন্য হলে খাওয়া শুরু করেছিল। এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী সে সময় ম্যানেজারকে ডেকে নিয়ে এ বিষয়ে জানতে চাই। এবং তাকে নিয়মতান্ত্রিক ভাবে চলার অনুমতি প্রদান করি। কোন শাসানো নয় বলে তিনি দাবী করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ঘটনার দিন হলের ডাইনিং ম্যানেজার তোতা মন্ডল প্রায় এক বছর ধরে বঙ্গবন্ধু হলের ডাইনিং ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তিনি প্রতি সপ্তাহে ডাইনিংয়ে পোলাও এবং গরুর মাংস বিক্রি করে আসছেন। তবে গত ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার তাকে গরুর মাংস বিক্রি করায় শাসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তিনি হলে গরুর মাংস বিক্রি করতে নিষেধ করেন বলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইনে ওই সময় খবর প্রকাশিত হয়েছিল।
Leave a Reply