ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি জনিত বদলী হওয়ায় ভেড়ামারা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ভেড়ামারা প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক বাবলু মুস্তাফিজ সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বক্তব্য রাখেন, সহ-সভাপতি হেলাল মজুমদার প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু। উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম , ওমর ফারুক কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ,আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল কবির নবীন সমাজ কল্যাণ সম্পাদক মোহন আলী সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর রাসেল ডলার, নির্বাহী সদস্য চমন গাজী, এসএম ফয়সাল , রুমেল আলী, নাসিম উদ্দিন, আশরাফ হোসেন আলো,তূর্য হোসেন, বাবুল আক্তার নোমান জহির রাজা, কমরেড আরিফ, সরোয়ার, হাবিব প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও দীনেশ সরকারকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেয়া হয়। উল্লেখ্য ইউএনও দীনেশ সরকার ভেড়ামারা উপজেলায় কর্মরত অবস্থায় বগুড়া জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করবেন।
Leave a Reply