নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী আদায়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে
আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাতীয় পার্টির (জাফর) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা জাতীয় পার্টির (জাফর) উদ্যোগে তালতলাস্থ মিনি রিসোর্ট চাইনিজ পার্কে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশ এক ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। দেশের মানুষ ভালো নেই। দেশে গণতন্ত্র নেই। কথা বলার স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সব মিলিয়ে দেশের মানুষ ভালো নেই। জনগণ আওয়ামী লীগ সরকারের দুসশাসন থেকে মুক্তি পেতে চাই। তাই মানুষের ভোটাধিকার, জনগণের অধিকার ও গণতন্ত্রের পূনরুদ্ধার করতে হবে। সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে দেশে ফেরাতে হবে। তাই তৃনমুল পর্যায়ে সকল নেতা কর্মিকে অতীতের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দলকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধিনে নির্বাচনের দাবী আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। এর জন্য সকল নেতা কর্মিকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি (জাফর) সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি (জাফর) যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিকুর রশিদ জুয়েল, আব্দুল হামিদ, অর্থ সম্পাদক মাহাতাব আলী, সাংগঠনিক সম্পাদক রুহুল হক মন্ডল, দপ্তর সম্পাদক বরকত আলী, পৌর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির (জাফর) সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার ও সাংগঠনিক সম্পাদক মজিবুল হক খান।
Leave a Reply