আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নিজাম উদ্দিন লাইট স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নিজাম উদ্দিন লাইট স্মৃতি সংঘের উদ্যোগে ৮ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগম। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ কামরুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, মিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ধুবইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন প্রমুখ। উদ্বোধনী খেলায় রাজশাহী পুঠিয়া ফুটবল একাডেমি ১-০ গোলে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমিকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বদ্বিতাপূর্ণ এ খেলায় প্রথমার্দ্ধে উভয় দল গোল করতে ব্যর্থ হয়। খেলায় রাজশাহী পুটিয়া ফুটবল একাডেমির পক্ষে তিতান জয় সূচক গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ রফিক। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর মাসুদ ও জুলফিকার হায়দার রয়েল। আগামী বুধবার টুর্নামোন্টের দ্বিতীয় খেলায় মেহেরপুর ফুটবল একাদশের মোকাবেলা করবেন খোকসা ফুটবল একাদশ।
Leave a Reply