ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের হাটবাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। শুক্রবার শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, আরাপপুরসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে বর্তমানে হাটবাজারে পাইকারি খুচরা পর্যায়ে প্রতি কেজি ফুলকপি ৯০টাকা, শিম ৮০, বেগুন ৫০ , মূলা ৪০, উচ্চে ৬০, মরিচ ৩০, টমেটো ৯০, পুইফল ৬৫, পেঁয়াজ ৪৫, শশা ৫০, পাতাকপি ৪০, কচুর লতি ২৫, লাউ প্রতিটি আকারা ভেদে ৪০ থেকে ৬০, কচু ৬০, মানকচু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লালশাক প্রতি আঁটি ৮ টাকা, পালংশাক ১৫ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি। এতে কৃষকরা খুশি হলেও নাভিশ^াস উঠেছে ক্রেতাদের মাঝে। সদর উপজেলার পাঁচটিকারী গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, কয়দিন আগে বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছিলো। যে কারণে বাজারে এখন সবজির দাম বেশি। তবে এখন যে দাম পাচ্ছি তাকে আমরা খুশি। হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া গ্রামের কৃষক শরিফুল ইসলাম বলেন, ঘুর্নিঝড় সিত্রাং এর বৃষ্টির কারনে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এই কারনে শীতকালীন সবজি একটু ঘাটতি দেখা যাচ্ছে। তাই দাম বেশি। শহরের নতুন হাটখোলায় সবজি কিনতে আসা ইব্রাহিম নামে এক ক্রেতা বলেন, বাজারে তো এখন শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তারপরও সবজির দাম বেশি। এভাবে সবজির দাম বেশি হলে আমরা চলব কি করভে।
ফরিদ নামে এক ভোক্তা বলেন, ঘুর্নিঝড় সিত্রাং এর প্রভাব পড়েছে উপকুলের জেলাগুলোতে। আমাদের জেলায় সবজির কোন ক্ষতি হয়নি। কিন্তু ব্যবসায়ীরা কারসাজি করে সবজির দাম বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে সবজির দাম কম ছিলো। এ সপ্তাহে সবজির একটু বেশী। নতুন হাটখোলা সবজি বাজারের ব্যবসায়ী খাজা ভান্ডারের মালিক আব্দুল গফুর বলেন, ঝড়ের কারণে সবজির ক্ষতি হয়েছে। তাই সবজির দাম বেশি। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সবজির দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।
Leave a Reply