আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সিদ্দিক আলী (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার (১৫ মার্চ) সন্ধ্যার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষিপুর প্রি-ক্যাডেট স্কুলের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী উক্ত এলাকার মৃত ফেরত আলী মন্ডলের ছেলে। তিনি সবজি ব্যবসার সাথে জড়িত বলে প্রতিবেশিরা জানান। ঘটনার সময় সিদ্দিক আলী বাড়িতে ছিলেন। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশি বিল্লাল হোসেনের ছেলে সালাউদ্দিন, বকুল, জলিল, গফুর, খলিলের সাথে সিদ্দিক আলীর বাকবিতন্ডা হয়। এসময় বিল্লাল হোসেন ও তার সমর্থকেরা দেশীয় ধারালো অস্ত্র (রামদা) দিয়ে সিদ্দিককে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্বক আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের ৬টি আঘাত রয়েছে। এর মধ্যে বুকের কোপটি গুরুত্বর বলে তিনি জানান। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটকে পুলিশ কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য গত রোববার (১৪ মার্চ) মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পার্শ্ববর্তী তামাক ক্ষেতে রঙ্গিলা খাতুন নামের এক গৃহবধুকে হত্যা করা হয়।
Leave a Reply