আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে মিরপুর থানা পুলিশের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে থানার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ। মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন লোটাস, পৌর কাউন্সিলর জমির উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাংবাদিক আলমগীর মন্ডল, নাইম খন্দকার প্রমুখ। পরে অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে কেক কাটা হয়েছে।
Leave a Reply