কাগজ প্রতিবেদক ॥ আসছে আগামী ২নভেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত। দীর্ঘ ২০বছর পর কাঞ্চনপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একরামুল হক নৌকার টিকিট হাতে পেয়ে চেয়ারম্যান নির্বাচন করছেন। আগামী ২নভেম্বর এই নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৮ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী ও সার্বিক পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিদুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এ সময় বক্তারা বলেন, কাঞ্চনপুর ইউনিয়ন বাসী দীর্ঘদিন ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলো। এবারে সেই সুযোগ হয়েছে। এই ইউনিয়ন জিয়ারখী ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলো, এবারের নির্বাচনে দুটি ইউনিয়ন পৃথক হয়েছে। আগামীতে এলাকার উন্নয়ন পেতে নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী নির্বাচনে নৌকা বিজয়ী হলে ইউনিয়ন পরিষদ কম্পেলেক্স ভবন নির্মান সহ এলাকার ব্যাপক উন্নয়ন মূলক কাজ হবে। এলাকার ভোটাররা ভোট দিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনলে এলাকার যে কোন উন্নয়ন করা সম্ভব হবে। প্রতিটি মানুষ তাদের নাগরিক সেবা পেতে আগামী ২নভেম্বর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকা বিজয়ী হলে এই ইউনিয়ন হবে আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ। দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া উন্নয়নের রুপকার মাহবুবউল আলম হানিফ এমপি দিনরাত পরিশ্রম করে যেভাবে দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ায় উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে, সেই সকল উন্নয়নের চিত্র তুলে ধরে আপনারা আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দরা মিলেমিশে দ্বন্দ বিভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করুন ৷ আগামী দুই তারিখ নৌকার সুইচে চাপ দিয়ে সবুজ বাতি জ্বালাবেন। নৌকার বিজয় সু নিশ্চিত করে আপনারা এলাকার উন্নয়ন চাইবেন। তাহলে হানিফ এমপির কাছ থেকে সকল উন্নয়ন নেওয়া সম্ভব হবে। ইনশাল্লাহ আগামী ২নভেম্বর ইউপি নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে ৷ এসময় নৌকার কান্ডারী একারামুল হক বলেন, চলার পথে মানুষ মাত্র ভূল হতে পারে। তিনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে নিজগুনে ক্ষমা করে নৌকাকে বিজয়ী করার আহব্বান করেন। তিনি আরো বলেন, নৌকা বিজয়ী হলে আপনারা বিজয়ী হবেন। নৌকায় ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। আধুনিক মডেল ইউনিয়ন গড়তে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করলে জনগনের সেবা দৌড় গোড়ায় পৌঁছে দিবেন বলে চেয়ারম্যান প্রার্থী একরামুল হক কথা দেন। সুখে দুঃখে সব সময় তাকে পাশে পাবে এলাকার জনগণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের ত্যাগী নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসির উদ্দীন মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, বালিয়াপাড়া কলেজ অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নিসা সবুজ, সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, শহর ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মুক্তার, শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান পাভেল সহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী৷কাঞ্চনপুর ইউনিয়নে পথসভায় বক্তারা- ডিজিটাল ভবনসহ এলাকার উন্নয়ন পেতে নৌকাকে বিজয়ী করতে হবে
Leave a Reply