রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের জন্য আসছে দশক হতে চলেছে ‘সবচেয়ে বিপজ্জনক’।
পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন,তারা বিপজ্জনক,রক্তাক্ত, নোংরা খেলা খেলছে। বিশ্বের বেশির ভাগ সমস্যা সৃষ্টির জন্য পশ্চিমাদেরকে দোষারোপ করেছেন পুতিন; এমনকী নিজের ইউক্রেইন আগ্রাসনের জন্যও তিনি পশ্চিমাদের দায়ী করার প্রয়াস নিয়েছেন।
মস্কো-ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ভালদাই ডিসকাশন ক্লাব’ এর সদস্যদের উদ্দেশে বক্তব্যে বৃহস্পতিবার পুতিন বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন সামনে আছে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ একটি দশক। পরিস্থিতিটা কিছু মাত্রায় বৈপ্লবিক।”
তিনি বলেন,“গোটা বিশ্ব ব্যবস্থার টেকটনিক পরিবর্তনের ক্ষেত্রে ইউক্রেইন যুদ্ধ একটি অংশ মাত্র। বিশ্বের বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের একাধিপত্যের ঐতিহাসিক সময় শেষ হয়ে আসছে। একমেরু বিশ্ব অতীতের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
“মানবতার দিক দেখভালের বিষয়টি একা হাতে সামলাতে পশ্চিমারা সক্ষম নয়,তারপরও তারা মরিয়া হয়ে তা করতে চেষ্টা করছে” উল্লেখ করে পুতিন বলেন, বিশ্বের বেশিরভাগ মানুষই আর এটি সহ্য করতে চায় না।”
রাশিয়ার অবস্থানের পক্ষ সমর্থন করে তিনি বলেন,“তার দেশকে ধ্বংস করে দেওয়ার পশ্চিমা চেষ্টার মুখে মস্কো তার অস্তিত্বের অধিকার রক্ষার চেষ্টা করে যাচ্ছে। তারা পশ্চিমা এলিটদের চ্যালেঞ্জ জানাচ্ছে না।”
Leave a Reply