আমলা প্রতিনিধি ॥ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এই প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়ার মিরপুরে শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে মিরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমুহের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আমলা সরকারী কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস-২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর বাদশা জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শেফাইনুর আরিফিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুনের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবদিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান, আমলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক হামিদুল্লাহ সুমন, সুলতানপুর মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার, জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনামুল ইসলাম, নওদা আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply