ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিনগুলোর বেশিরভাগই বিকল হয়ে গেছে। কিছু সচল থাকলেও ব্যবহার হচ্ছে না ঠিকমত। কোটি টাকা ব্যায়ে কেনা এই মেশিনগুলোর ঠাঁই হয়েছে শিক্ষকদের আলমারিতে। জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ২০১৯ সাল থেকে ডিজিটাল হাজিরার পদ্ধতি চালুর নির্দেশ দেয় সরকার। নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহের ৬ টি উপজেলার ৯’শ ৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসানো হয় বায়োমেট্রিক মেশিন। বিদ্যালয়ের সঠিক সময়ে উপস্থিত ও প্রস্থানের সময় শিক্ষকরা হাজিরা মেশিনে আঙ্গুলের ছাপ দেন। কিন্তু, বছর না ঘুরতেই জেলার প্রায় ৯০ ভাগ ডিভাইজই বিকল হয়ে গেছে। আর বাকিগুলোর নেই কোনো ব্যবহার। করোনার দোহায় দিয়ে শিক্ষকরা বলছেন, করোনা কারণে বিদ্যালয় বন্ধ থাকার কারণে মেশিনগুলো ব্যবহার হয়নি। সেই সাথে সফটওয়ার আপডেট না থাকার কারণে এখন আর ব্যবহার হচ্ছে না। শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মারুফ হোসেন বলেন, ২০১৯ সালে আমরা স্লিপ ফান্ডের টাকা দিয়ে হাজিরা মেশিন কিনেছিলাম। করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়া আর ব্যবহার করা হয়নি। নতুন করে কোন নির্দেশনা না দেওয়ায় আর ব্যবহার করছি না। সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ বলেন, করোনার কারণে হাজিরা মেশিন বন্ধ ছিলো। তারপরও সফটওয়ার আপডেট করা হয়নি। যে কারণে হাজিরা মেশিন চালু থাকলেও কোন কাজে আসছে না। শিক্ষা অফিস থেকে নির্দেশনা দিলে আমরা আবার শুরু করব। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, জিডিটাল হাজিরা আবারো চালু করতে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে মোতাবেক আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছি। নতুন করে সফটওয়্যার আপডেট করাসহ পুর্ণাঙ্গ হাজিরা চালু করতে কাজ করছি।
Leave a Reply