কাগজ প্রতিবেদক ॥ গতকাল শনিবার দুপুর শহরের খেয়া রেস্তোরায় করোনা মোকাবেলায় সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত মেয়র জনাব আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ডঃ মাহবুবুর আরিফিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক বাবু অজয় সুরেকা সহ অন্যরা। এ সময় করোনা মোকাবেলায় ভূমিকা রাখায় সম্মিলিত সামাজিক জোটের অন্তর্ভুক্ত সংগঠন দিশাব এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয?া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল (শুভ) সহ আরও ৩৯টি সংগঠনের সংগঠকদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেয়া হয়। উল্লেখ্য যে, কুষ্টিযয়ায় ৫০ টির অধিক সামাজিক সংগঠন এর সমন্বয়ে ২০১৫ সালে সম্মিলিত সামাজিক জোট যাত্রা শুরু করে।
Leave a Reply