খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া বাড়ইপাড়া গ্রামে ফজল( ৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বারুইপাড়া গ্রামে মৃত শহীদুল্লাহ ওরফে চৌধুরী খাঁ ছেলে ফজল শেখ (৩৫)। মৃত ফজল শেখ পেশায় একজন সাইকেল মিস্ত্রি। মৃত ফজল শেখের দুই সন্তান রয়েছে। তার এক ছেলে ইমরান (৭) ও এক মেয়ে শীলা( ১৭) । তার স্ত্রীর নাম নার্গিস। ফজলের স্ত্রী নার্গিস খাতুন বলেন মৃত গাজীর উদ্দিন প্রামানিকের ছেলে কাশেম প্রামানিক আমাকে রাত বারোটার দিকে খবর দেয়। খবর পেয়ে আমি তার মোটরসাইকেল গাড়িতে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলের কিছু দূরে আমাকে কাশেম প্রামাণিক নামিয়ে দেয়। সোমবার দিবাগত রাত বারোটার দিকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা বাজারের পাশে পাকা রাস্তার একটি কাচারি ঘরে তাকে বেঁধে রেখে বেধড়ক মারপিট করে। মেঘনা বাজারের পাশে ইব্রাহিম মাস্টারের কাচারি ঘরে বেঁধে রেখে রাত ভোর তার ওপর নির্মম নির্যাতন করা হয়। মারপিটের একপর্যায়ে তার পায়ের রগ কেটে দিয়েছে এবং দেহের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। মৃত জামাল খা ছেলে শামসুল খা অটোরিকশার ব্যাটারি চুরির দায়ে তাকে এই বেধড়ক মারপিট করা হয়েছে বলে এলাকাবাসী জানান। মঙ্গলবার ঘটনা স্থল পরিদর্শন করেন পাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, রাজবাড়ী জেলার পুলিশ সার্কেল সুমন কুমার সাহা, রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আসলে ফজল নামের যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার মধ্যে রহস্য রয়েছে । খুরাজ খার ছেলে মানিক স্থানীয় সাংবাদিকদের জানান গতরাতে বারোটার দিকে তাকে কয়েকজন লোক বাড়িতে সংবাদ দেয়। ঘটনাস্থলে যেয়ে তিনি দেখেন মান্নান এর ছেলে বাবু, ছাকেনের ছেলে নাসির, আজিজুল ডাক্তারের ছেলে ইরাক, আমিরুল ও দিলবরের ছেলে রাকিব এই কয়েকজন মিলে তাকে বেঁধে বেধড়ক মারপিট করে। তিনি বলেন ১০ বছর আগে পাংশা উপজেলার মেঘনা গ্রামে ইরি শেখের স্ত্রী ও আব্দুল কাদের মোল্লার ছোট মেয়ে ইতি খাতুনকে দ্বিতীয় বিয়ে করে ফজল। এ বিষয়ে কাসেম প্রামানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন ইন্তাজ এর ছেলে মুক্তার শেখ আমাকে ফোন দিয়ে খবরটি দেয়। তখন আমি ফজলের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে তুলে ঘটনাটি বলি। তারপর আমি বাড়ি চলে আসি। কিছুক্ষণ পর আমাকে আবার ফজলের স্ত্রী ডেকে নিয়ে যায়। পথের মাঝে নামিয়ে দেওয়ার কথা কাশেম প্রামানিক স্বীকার করেন। ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ সময় তিনি সাংবাদিকদের বলেন যেহেতু ঘটনাটি ঘটেছে পাংশা উপজেলায় এমত অবস্থায় পাংশা উপজেলায় সকল প্রকার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
Leave a Reply